শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জয়পুরহাটে এসে বিয়ে করলেন শ্রীলঙ্কান যুবক

জয়পুরহাট প্রতিনিধি

প্রেমের টানে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের জয়পুরহাটে এসে বিয়ে করেছেন রোশান মিঠুন (৩৩) নামে এক যুবক। তিনি জয়পুরহাটে রাহেনা বেগম (৩২) নামে এক নারীকে বৃহস্পতিবার বিয়ে করেছেন। জানা গেছে, রাহেনা জয়পুরহাট সদর উপজেলার উত্তর পাথুরিয়া গ্রামের শাহাদুল ইসলামের মেয়ে। ২০১৪ সালে তিনি জর্ডানে পাড়ি জমান। সেখানে তিনি একটি গার্মেন্টে চাকরিতে যোগ দেন। একই কোম্পানির সুপাইভাইজার শ্রীলঙ্কান যুবক রোশান মিঠুনের সঙ্গে সেখানেই তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। রাহেনা বেগম বলেন, এর আগে অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। আমার একটি সন্তানও রয়েছে।  জর্ডানে যাওয়ার কিছুদিন পর আমার স্বামী আমাকে ডিভোর্স দেন। পরে জর্ডানে একই কোম্পানির সুপারভাইজার রোশানের সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে আমাদের প্রেম হয়। দেড় বছর আগে নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরে যান রোশান। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমি দেশে চলে আসি। এরপর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে কথা হয়। তার পরিবারের সঙ্গেও আমার কথা হয়েছে। পরে আমরা একে অন্যকে বিয়ে করতে সম্মত হই। কিন্তু করোনাভাইরাসের কারণে তা আর সম্ভব হয়নি। রোশান ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসেন। তাকে ঢাকা বিমানবন্দর থেকে জয়পুরহাটের বাড়িতে নিয়ে আসি। দুই পরিবারের সম্মতিক্রমে বৃহস্পতিবার এফিডেভিট করে আমরা বিয়ে করি। শ্রীলঙ্কান যুবক রোশান মিঠুন ভেঙে ভেঙে বাংলায় বলেন, আমি বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসি। আমি এখানে এসে বিয়ে করেছি। এখানেই থাকতে চাই। উত্তর পাথুরিয়া গ্রামের প্রতিবেশী ইনু আরা বেগম বলেন, শ্রীলঙ্কান হলেও তাকে বাংলাদেশের যুবকদের মতো মনে হয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি শ্রীলঙ্কান। রাহেনার বাবা শাহাদুল ইসলাম বলেন, শ্রীলঙ্কায় রোশানের পরিবারের সঙ্গে আমি নিজে কথা বলেছি। তাদের কথা অনেক ভালো লেগেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর