শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামির ৩৪ বছর আত্মগোপন

নিজস্ব প্রতিবেদক

মাজহারুল আলম (৭০) নামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর কাফরুল থেকে তাকে গ্রেফতার করে। র‌্যাব বলছে, মাজহারুল দীর্ঘ ৩৪ বছর ধরে পলাতক ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জে। দুর্নীতি মামলায় তার ওই সাজা হয়েছিল। গতকাল র‌্যাব-৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাজহারুল ১৯৮১ সালে নিজের সনদপত্র জালিয়াতি করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা মুন্সেফ আদালতে নাজির হিসেবে চাকরিতে যোগদান করেন। কর্মরত অবস্থায় আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিল ও সই জাল করে দুর্নীতিসহ বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিতেন। বিষয়গুলো জানাজানি হলে তার বিরুদ্ধে মামলা করা হয়। চার মাস কারাভোগের পরে জামিনে বের হয়ে তিনি আত্মগোপন করেন। মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। চার্জশিটের ভিত্তিতে মানিকগঞ্জে দায়রা জজ আদালত মামলার বিচারকাজ পরিচালনা করেন। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে জাল সনদপত্র দিয়ে নিজে চাকরিতে যোগদান ও সরকারি টাকা আত্মসাতে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণ হয়। আদালত মাজহারুল আলমকে ১৩ বছরের সাজা ও চার হাজার টাকা জরিমানা করে। আদালতের রায়ের পর থেকে গ্রেফতারের আগ পর্যন্ত তিনি দীর্ঘ ৩৪ বছর পলাতক ছিলেন। প্রথম দিকে তিনি ঢাকায় মুদি দোকান ও পরে ওষুধের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ছোটখাটো ঠিকাদারি শুরু করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর