শিরোনাম
শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ছুরিকাঘাতে ট্রান্সজেন্ডার ও কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে ট্রান্সজেন্ডারসহ দুজন নিহত হয়েছেন। পরীবাগ ফুটওভার ব্রিজের ওপর বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে নীলা (২৪) নামে এক ট্রান্সজেন্ডার নিহত হন। অন্য ঘটনায় কলাবাগানে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শিপন (১৫) নামে এক কিশোর নিহত হন। গতকাল ঢামেকে সাথী নামের আরেক ট্রান্সজেন্ডার জানান, পরীবাগ ফুটওভার ব্রিজের ওপর বৃহস্পতিবার রাত সোয়া ১টায় দুই যুবক আবদুস সাত্তার ওরফে নীলার গলায় ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন নীলা। তাকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তা জানা যায়নি। পরীবাগে ওই যুবকদের আগে দেখা যায়নি। নীলা মগবাজার রেলগেট এলাকায় থাকতেন। তার বাড়ি জামালপুরের সদর উপজেলায়।  এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় সিফাত নামে এক কিশোরকে আটক করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এদিকে বৃহস্পতিবার রাত ১০টায় কলাবাগানের কাঁঠালবাগান মসজিদ গলিতে কিশোর শিপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেকে তার বাবা মজিবর রহমান বলেন, একই এলাকার স্বাধীন নামের এক কিশোর শিপনের উরুতে ছুরি দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। শিপন ফ্রিজের দোকানে কাজ করত। কলাবাগানে পরিবারের সঙ্গে থাকত সে। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে। এ ঘটনায় স্বাধীন (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীন ও অন্য কয়েকজন মিলে কিশোর গ্যাং ‘টিম কলাবাগান’ গড়ে তুলেছে। এর সদস্যরা এলাকায় চুরি, ছিনতাই ও ইভ টিজিং করত। তাদের নামে কলাবাগান থানায় বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ দুটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর