সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

লন্ডনে প্রয়াত সাংবাদিক গাফ্‌ফার চৌধুরী স্মরণে নাগরিক সমাবেশ

যুক্তরাজ্য প্রতিনিধি

লন্ডনে প্রয়াত সাংবাদিক গাফ্‌ফার চৌধুরী স্মরণে নাগরিক সমাবেশ

কিংবদন্তি সাংবাদিক-কলামিস্ট ও অমর একুশে গানের রচয়িতা প্রয়াত আবদুল গাফ্ফার চৌধুরীকে স্মরণ করতে গত শনিবার পূর্ব লন্ডনের ব্রাডি সেন্টারে নাগরিক সমাবেশ করেছেন বিলেতে বসবাসরত বিপুল সংখ্যক সুধীজন।

নাগরিক উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিক সুলতান শরীফ। সংস্কৃতিকর্মী মুনীরা পারভীনের সঞ্চালনায় স্মরণসভার আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা। এ সময় বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন মিনিস্টার (পলিটিক্যাল) জাহিদুল ইসলাম। ঢাকা থেকে ভিডিওবার্তায় সম্পৃক্ত হন সাংস্কৃতিক সংগঠক, নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও অধ্যাপক সৈয়দ মন্জুরুল ইসলাম। আবদুল গাফ্ফার চৌধুরীর পছন্দের রবীন্দ্র সংগীত গেয়ে ভিডিওবার্তা পাঠান রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন আবদুল গাফ্ফার চৌধুরীর মেয়ে তনিমা চৌধুরী, কবি শামীম আজাদ, মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান, জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক শামীম চৌধুরী, বিবিসি বাংলার প্রাক্তন সাংবাদিক উদয় শংকর দাশ, জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাবিব রহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুস সাত্তার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হরমুজ আলী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, গণমাধ্যম ব্যক্তিত্ব বুলবুল হাসান, কাউন্সিলার সায়েমা আহমেদ, কবি ময়নুর রহমান বাবুল, অজন্তা দেব রায়, যুক্তরাজ্য জাসদ সভাপতি হারুনুর রশীদ, ৭ মার্চ ফাউন্ডেশনের নুর উদ্দিন আহমেদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের এস এম জাকির হোসেন, আবদুল আহাদ চৌধুরী, সাংবাদিক আ স ম মাসুম ও জামাল খান।

স্মরণসভায় আবদুল গাফ্ফার চৌধুরীর কবিতা আবৃত্তি করেন উর্মি মাজহার, মুনীরা পারভীন, স্মৃতি আজাদ। গাফ্ফার চৌধুরীর লেখা গান পরিবেশন করেন শিল্পী হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী ও ফজলুর রহমান বাবু।

অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বালন করে প্রয়াত আবদুল গাফ্ফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর