সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সরকারের কোনো নির্বাচনী বৈধতা নেই : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকারের কোনো নির্বাচনী বৈধতা নেই : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকার যে ক্ষমতায় আছে তার কোনো নির্বাচনী বৈধতা নেই। তাদের (সরকারের) সত্তা হলো অবৈধ। তাই এই অবৈধ সত্তার কারণে আজ আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের মানুষের কাছ থেকে তাদের প্রতি ধিক্কার এসেছে। এটি আড়াল করতে তারা নানা ধরনের কথা আর মায়াজাল তৈরির চেষ্টা করছেন।

গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ ওয়াশিংটনে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, বিএনপির আমলে যদি সত্যিকার অর্থেই কোনো অন্যায় দুর্নীতি বা কোনো ধরনের নৃশংসতা হতো তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে নিষেধাজ্ঞা আসত। কিন্তু বিএনপির সময়ে এই ধরনের নিষেধাজ্ঞা আসেনি।

আজকে সারা পৃথিবীর মানুষ জানে এই সরকারের নির্যাতন-কুকীর্তির কথা। আর এজন্যই তাদের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর