বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জমকালো আয়োজনে শেষ হলো কক্সবাজারে পর্যটন মেলা

কক্সবাজার প্রতিনিধি

জমকালো আয়োজনে শেষ হলো কক্সবাজারে পর্যটন মেলা

জমকালো নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল শেষ হয়েছে। সোমবার রাতে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তৃতা করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, জেলা পুলিশের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক ট্যুরিজমের হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যাতে বাংলাদেশের ব্র্যান্ডিং কক্সবাজারের মাধ্যমে একটা ভিন্ন উচ্চতায় পৌঁছাতে পারে। এটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’ পর্যটন মেলার অন্যতম স্পন্সর বসুন্ধরা গ্রুপকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে মেলা শুরু হয়। মেলায় ২ শতাধিক স্টল বসেছিল।

মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় কক্সবাজারের পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সপ্তাহব্যাপী নাচ-গান আর নানা উৎসবে মেতেছিল সৈকতনগরী কক্সবাজার। মেলায় স্থানীয়দের তৈরি নানা জিনিসপত্র ছাড়াও স্টলগুলোতে স্থান পায় রোহিঙ্গা নারীদের তৈরি নানা তৈজষপত্র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর