শিরোনাম
বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

উত্থানে শেয়ারবাজার বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

উত্থানে ফিরেছে শেয়ারবাজার। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সেই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও  বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৪৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২৯০ কোটি ১৯ লাখ টাকা। যা আগের কার্যদিবস থেকে ৫  কোটি ৪৬ লাখ টাকা বেশি। এ ছাড়া ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১১২টির এবং ১৮০টির শেয়ার দর অপরিবর্তিত থাকে। লেনদেনের শীর্ষ ছিল ওরিয়ন ফার্মা। প্রতিষ্ঠানটি কয়েকদিন ধরে লেনদেনের শীর্ষে রয়েছে। গতকাল প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা। দিন শেষে শেয়ার দর ছিল ১৪৩ টাকা ৭০ পয়সা। দ্বিতীয় শীর্ষ কোম্পানি ছিল বেক্সিমকো লিমিটেড ও তৃতীয় শীর্ষে ছিল ইস্টার্ন হাউজিং। শীর্ষ দশ কোম্পানি মধ্যে আরও ছিল বিবিএস, বিএসসি, সোনালি পেপার, জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিকস, বিবিএস কেবলস  ও কপারটেক।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮৮.৮৩ পয়েন্টে। সিএসইতে ২৩১টি প্রতিষ্ঠান  লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ৯৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর