বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মিল্ক ভিটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে খামারিরা

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে ন্যায্যমূল্য না পেয়ে মিল্ক ভিটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে খামারিরা। ২০০৮ সালে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. (মিল্ক ভিটা) সোনাগাজীতে দুগ্ধ শীতলীকরণ কারখানাটি স্থাপন করার পর দুগ্ধ উৎপাদনকারী এই মিল্ক ভিটাকে গ্রহণ করে নিয়েছিলেন। প্রথমদিকে তারা দৈনিক ২-৩ হাজার লিটার দুধ দিতেন মিল্ক ভিটায়। বর্তমানে এখানে দুধ সংগ্রহের পরিমান দাঁড়িয়েছে দৈনিক ৮০-১২০ লিটার। জানাযায়, দুধের ন্যায্য মূল্য না পেয়ে মিল্ক ভিটা থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে দুগ্ধ খামারিরা। খামারিরা জানায়, বর্তমান বাজারে প্রতি লিটার দুধের দাম ৭০ থেকে ৮০ টাকা। মিল্ক ভিটা কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন অজুহাতে প্রতি লিটার দুধের দাম দেয় ৩৫ থেকে ৫২টাকা। তাদেরকে নায্য মূল্যে গরু খাদ্য সরবরাহ করার কথা থাকলেও কর্তপক্ষ তা করছে না। খামারিদের স্বল্প সুদে পর্যাপ্ত ব্যাংক ঋণ প্রদান, গাভীর সুপেয় পানীয় জলের জন্য গভীর নলকূপ স্থাপন, পর্যাপ্ত ওষুধ দেওয়ার কথা থাকলেও গুরুত্বপূর্ণ এ বিষয়গুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।  সোনাগাজী মিল্কভিটা কারখানার ম্যানেজার মো. আশরাফ হোসেন মজুমদার জানান, মিল্কভিটা স্থাপনের প্রথম দিকে বেশি দুধ সংগ্রহ হলেও এখন সংগ্রহ অনেকাংশে কমে গেছে। সোনাগাজীর ৩৯টা দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির মধ্যে ১৫-১৭টা খামারী মিল্কভিটায় নিয়মিত দুধ দেয়। কারখানাটি স্থানান্তরের জন্য ২০ শতক জমি ক্রয় করা হলেও এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন,  দুধের বর্তমান বাজারের সাথে মূল্যবৃদ্ধির জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলব।

সর্বশেষ খবর