বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দক্ষিণ সুদান শান্তিরক্ষা মিশনে গেছেন নৌবাহিনীর ১০০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ সুদান শান্তিরক্ষা মিশনে গেছেন নৌবাহিনীর ১০০ সদস্য

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (আনমিস) এ নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৮ এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ১০০ জন নৌসদস্যের প্রথম গ্রুপ গতকাল ঢাকা বিমানবন্দর ত্যাগ করেছে -আইএসপিআর

দক্ষিণ সুদান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (আনমিস) নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৮ এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ১০০ সদস্যের প্রথম গ্রুপ মঙ্গলবার সেখানে গেছেন। আইএসপিআর জানায়, আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় গ্রুপের ১০০ নৌসদস্য বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৮ এ যোগ দিতে দক্ষিণ সুদান যাবেন। বর্তমানে ব্যানএফএমইউ-৭ এর অধীনে ২০০ জন নৌসদস্য দক্ষিণ সুদানে নিয়োজিত রয়েছেন।

দক্ষিণ সুদানে নিয়োজিত ব্যানএফএমইউ কন্টিনজেন্টের সদস্যরা নীল নদের দীর্ঘ ৯৩৮ কি.মি. নদী পথে মোট ৫৪টি ‘অপারেশন লাইফ লাইন’ অভিযান সম্পন্ন করেছে। দক্ষিণ সুদানে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিটটি গত ২০১৫ সাল থেকে ১ হাজার ৪০০ নৌসদস্য অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে।

 

সর্বশেষ খবর