বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কলাপাড়ায় ১৫টি ঘুঘু পেল নতুন জীবন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় ১৫টি ঘুঘু পেল নতুন জীবন

কলাপাড়ায় পাখি শিকারিদের কাছে বন্দি থাকা ১৫টি দেশি তিলা ঘুঘু গতকাল থানার সামনে অবমুক্ত করা হয় -বাংলাদেশ প্রতিদিন

পটুয়াখালীর কলাপাড়ায় পাখি শিকারিদের কাছে বন্দি থাকা ১৫টি দেশি তিলা ঘুঘু অবমুক্ত করা হয়েছে। গতকাল দুপুর ৩টার দিকে থানার সম্মুখে ঘুঘুগুলো অবমুক্ত করা হয়। পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা গ্রাম থেকে খাঁচায় বন্দি অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ সংগঠন অ্যানিমেল লাভার অব কলাপাড়া শাখার সদস্যরা। এ সময় পাখি শিকারের ফাঁদ (জাল) পুড়িয়ে ফেলেন তারা। এর আগেও শিকারিদের কাছ থেকে বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করেছে এই সংগঠনটি। স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ সংগঠন অ্যানিমেল লাভারস অব কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, তারা গোপন সংবাদের ভিক্তিতে এসব ঘুঘু উদ্ধার করেন। পরে কলাপাড়া থানার ওসি ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ঘুঘু অবমুক্ত করা হয়।

সর্বশেষ খবর