বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনে নতুন নেতৃত্ব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ২০২২-২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আকতারুল ইসলাম ফেডারেশনের নতুন  সভাপতি এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.  নিজামুল হক ভূইয়া। গতকাল নতুন কমিটির তালিকা প্রকাশ ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সভায় ২১ সদস্যবিশিষ্ট ফেডারেশনের বর্তমান বছরের কমিটি গঠন করা হয়। দেশের ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ (সভাপতি, সাধারণ সম্পাদক ও একজন প্রতিনিধি) থেকে প্রতি বছর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুস সালাম, বুয়েটের অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল হক।

সর্বশেষ খবর