রবিবার, ৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বাউলের সুরে মুগ্ধ শিল্পকলা

সাংস্কৃতিক প্রতিবেদক

বাউলের সুরে মুগ্ধ শিল্পকলা

শিল্পকলা একাডেমিতে আলোর ঝর্ণাধারার সঙ্গে সুরের বৃষ্টি অন্য রকম এক ভালো লাগার সৃষ্টি করেছিল। লালনের ভাববানীর সুরের সুধার সঙ্গে শ্বেতবর্ণের আবরণে আচ্ছাদিত  বাউলদের জমকালো উপস্থিতি মুগ্ধতার চাদর বিছিয়ে দেয় গোটা শিল্পকলা একাডেমিতে।  গতকাল সন্ধ্যায় বসে সুরের এই আসর চলে রাত দশটা পর্যন্ত। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত বাউলরাও তাদের পরিবেশনা অব্যাহত রাখে সুরের এই আসরে। আসরে আয়নাল হক বাউল পরিবেশন করেন রাসুলের দীন সত্য মানো, আঁখি আনজুম পরিবেশন করেন ধন্য ধন্য বলি তারে, পলি বাউল পরিবেশন করেন রঙ মহলে সদায় ঝলক দেয়।

জেলা পর্বে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়ার জামাল উদ্দীন টুনটুন ফকির, মানিকগঞ্জের কিরণ চন্দ্র রায়, মাগুরার সমির বাউল ও বাগের হাটের এ বি সিদ্দিক।

দলীয়ভাবে বাউল গান পরিবেশন করেন বাউল সেন্টু গাজী, বাউল আব্দুল মান্নান তালুকদার, বাউল নাবিয়া মিতুল, বাউল উমর আলী, বাউল সবর্ণা আক্তার, বাউল পাপিয়া পারুল, বাউল ফারুক নূরী, বাউল টিটু, বাউল সেলিম হোসেন, বাউল শাহীন, বাউল আবু বক্কর, বাউল সোলেমান শেখ, বাউল নুর ইসলাম শেখ, বাউল তানিয়া, বাউল সাহেদ আলী, বাউল কৃষ্ণ, বাউল জীবন, বাউল ইমন, বাউল ফারুক, বাউল সুমি ও বাউল মিরাজ।

একক ও দলীয় পরিবেশনায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে মূর্ত হয়ে ওঠে লালন ফকির। সুরের বন্যায় ভেসে গিয়ে মোহনীয়তার সমুদ্রে ঝাঁপ দেয় রাজধানীর সুরপিয়াসিরা। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। এতে আলোচক ছিলেন ড. আবু ইসহাক হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর