শিরোনাম
বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির ঘোষণা কাল

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা আসছে আগামীকাল ১৩ অক্টোবর, বৃহস্পতিবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। বিইআরসি’র সদস্য মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী জানান, ‘বৃহস্পতিবার সকালে নতুন দাম ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তবে পাইকারিতে দাম বাড়লেও খুচরা পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ানো হবে না।’ চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ভর্তুকি তুলে দিয়ে বিইআরসি’র কাছে বিদ্যুতের পাইকারি দাম ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়। এ প্রস্তাবে বর্তমান দর ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করে পিডিবি। গত ১৮ মে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে গড়ে প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে জ্বালানি খাতের দাম নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। নিয়ম অনুযায়ী-৯০ কার্যদিবসের মধ্যে শুনানির রায় ঘোষণা করতে হবে।

সেক্ষেত্রে ১৩ অক্টোবরের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিতে হবে।

বিইআরসি সংশ্লিষ্টরা বলছেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সর্বোচ্চ ২৫ শতাংশ বাড়তে পারে। তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এখনই বাড়ছে না। কারণ বিদ্যুৎ বিতরণকারী সব কোম্পানি বর্তমানে মুনাফায় রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর