বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মৌজা রেট নির্ধারণে আপিল পদ্ধতি সহজ করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

পাথর কোয়ারি ইজারা ও পাথর উত্তোলনের ক্ষেত্রে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সমীক্ষার কাজ দ্রুত সম্পন্নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে জমির মৌজা রেট নির্ধারণে সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার ক্ষেত্রে পদ্ধতি সহজতর করার পাশাপাশি শক্তিশালী ভূমি আপিল কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। কমিটির সদস্য আ স ম ফিরোজ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পনির উদ্দিন আহমেদ, ফেরদৌসী ইসলাম, মোকাব্বির খান বৈঠকে অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২২’ এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের যৌক্তিকতা ও উপায় সম্পর্কে আলোচনা ও বিলটি আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি জমির মৌজা রেট নির্ধারণে সংক্ষুব্ধ ব্যক্তির আপিল পদ্ধতি সহজতর করার জন্য শক্তিশালী আপিল কর্তৃপক্ষ গঠন এবং বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষের প্রধান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর