বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মৌসুমি বায়ুর বিদায় মুহূর্তে বৃষ্টির প্রবণতা

নিজস্ব প্রতিবেদক

মৌসুমি বায়ুর বিদায় মুহূর্তে বৃষ্টির প্রবণতা

লঘুচাপ না থাকলেও সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিশেষ করে উত্তরাঞ্চলে বেশ বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ুর বিদায় ক্ষণে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় বাতাসের গতি-প্রকৃতির পরিবর্তনের কারণে বৃষ্টিপাত তুলনামূলক বেড়ে যায়। পশ্চিমের বাতাসে ঠান্ডা আর্দ্রতা এবং পুবের বাতাসে গরম আর্দ্রতা মিশে বৃষ্টিপাতের সৃষ্টি হয়। সেই বৃষ্টিপাতের মধ্য দিয়েই মৌসুমি বায়ু বিদায় নেয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও ২৩ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বৃষ্টিপাতের চলমান প্রবণতা দু-এক দিনের মধ্যে কমে যেতে পারে। তবে ১৬ অক্টোবর থেকে এই প্রবণতা বাড়তে পারে। বৃষ্টিপাত বাড়ার প্রবণতা তিন দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। সে সময় নিম্নচাপ ছাড়া আর বর্ষাকালের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত না থাকলেও সারা দেশের তাপমাত্রায় তেমন পার্থক্য হবে না বলে জানান তিনি। গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮৭ মিলিমিটার। এ ছাড়া সিলেটে ভারী বৃষ্টির সঙ্গে শ্রীমঙ্গল, নেত্রকোনাসহ দেশের কয়েকটি স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর