শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সপ্তাহের শেষ দিনে দরপতন বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে লেনদেনের গতি কিছুটা  বেড়েছে। তবে কমেছে মূল্যসূচক। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক কমলেও লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কমেছে মূল্যসূচক। দিনের লেনদেন শেষে ডিএসইতে ১০১টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। দাম কমেছে ৯৩টির। আর ১৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৬ হাজার ৪৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে দিনভর লেনদেন হয়েছে ১ হাজার ৪১০  কোটি ৯২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯৯৪ কোটি ১১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪১৬ কোটি ৮১ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। কোম্পানিটির ১২৪ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ টাকা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১২৭ টাকা ৮০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৯২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৯২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। দাম কমেছে ৬৭টির এবং ১১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর