মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সুরে সুরে লালনের তিরোধান দিবস পালন

সাংস্কৃতিক প্রতিবেদক

সুরে সুরে লালনের তিরোধান দিবস পালন

কথা ও সুরে লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবস পালন করেছে শিল্পকলা একাডেমি। গতকাল বিকালে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের বাউলকুঞ্জে অনুষ্ঠিত হয় এ আসর। অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচনা করেন জাহিদুল কবির লিটন। আলোচনার পর প্রথম পর্বে শিল্পী জীবন বাউল, মিতু মণ্ডল ও শামিম বাউল পরিবেশন করেন একক সংগীত। বাউল গানের সুরের মূর্ছনা ছড়িয়ে অনুষ্ঠানে লালন সাঁইকে মূর্ত করে তোলেন শিল্পীরা। ‘দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে’ ও ‘মিলন হবে কত দিনে’ দলীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ আসর। অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন- লতিফ শাহ, লাভলী দেব, অনিমা মুক্তি গমেজ, আরিফ বাউল, সিদ্দিকুর রহমান, বাউল গোলাম মোস্তফা, ইভা বাউল, বাউল ফারুক নুরী, বাউল রিতা মণ্ডল, বাউল জাহিদুল ইসলাম প্রমুখ। সমবেত সংগীত পরিবেশনায় ছিলেন- সমির বাউল, বাউল আয়নাল হক, ওমর আলী, লাভলী শেখ, বাউল গরীব মুক্তার, তানিয়া বাউল, সুবর্ণা রহমান হামজা, নাজিয়া বৃষ্টি, শ্রীকৃষ্ণ গোপাল, মো. সাহেদ আলী, সাইফুল ইসলাম শাহিন, করিম বাউল, লিনা খাতুন, রনি খান, মোতালেব হোসেন, বাউল মিরাজ শিকদার, নুরুল ইসলাম শেখ, সেন্টু গাজী, নয়ন সাধু ও নান্নু বিশ্বাস। একক ও দলীয় পরিবেশনায় সাঁইজির ভাববাণীকে সুরে সুরে চিত্রিত করে তোলেন শিল্পীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর