বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জুয়েলারি শিল্পকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে

দিলীপ কুমার আগারওয়ালা

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বলেছেন, স্বর্ণ ব্যবসা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা। এই ব্যবসায় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে। এই ব্যবসাকে এগিয়ে নিতে ঋণ প্রক্রিয়া সহজ করতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ নিতে হবে। পঞ্চগড় পৌর এলাকার রাজনগরে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে পঞ্চগড় জেলা বাজুস আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দিলীপ কুমার বলেন, দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানের নেতৃত্বে স্বর্ণ ও জুয়েলারি ব্যবসাকে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের একত্রে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে অন্যায়কে প্রশ্রয় দেন না। আমাদেরও জুয়েলারি শিল্পকে পরিচ্ছন্ন করতে হবে। কোনো অন্যায় করা যাবে না। ট্যাক্স-ভ্যাট সঠিকভাবে প্রদান করতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাজুস উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিদিনের বিজনেজ এডিটর রুহুল আমিন রাসেল বলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীর বাংলাদেশের এই শিল্পকে বৈশ্বিক শিল্প হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন। এ জন্য তিনি নিরলসভাবে কাজ করছেন। বাংলাদেশের জুয়েলারি শিল্পীরা আন্তর্জাতিক মানের ডিজাইন করেন। আন্তর্জাতিক মানের কাজও করেন। তাই এই শিল্পকে এগিয়ে নিতে আপনাদের সংগঠিত হতে হবে। জেলা বাজুস সভাপতি নবীন চন্দ্র বণিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য এনামুল হক সোহেল, জেলা বাজুস সাধারণ সম্পাদক মধুসূদন রায় বণিক রনিক, তেঁতুলিয়া উপজেলা জুয়েলারি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল কালাম, আটোয়ারী বাজুস সভাপতি খনিন্দ্রনাথ বর্মণ, সাধারণ সম্পাদক নিপেন চন্দ্র ঘোষ, বোদা উপজেলা সভাপতি নিরঞ্জন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বিলাশ চন্দ্র বর্মণ, দেবীগঞ্জ উপজেলা সভাপতি জগদীস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মলিন্দ্রনাথ বর্মণ প্রমুখ।

সভায় জেলা ও উপজেলা থেকে আগত জুয়েলারি ব্যবসায়ী ও শিল্পীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্বর্ণ ব্যবসায়ীদের উন্নয়ন, সম্ভাবনা ও নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর