মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে ২১ হাজার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষার্থী কমেছে। কমেছে অংশগ্রহণ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। তবে শিক্ষাবোর্ড বলছে, পরীক্ষার্থী বেশি পাস করলেও এইচএসসিতে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে কম শিক্ষার্থী। এ কারণে পরীক্ষার্থী কম। তবে কলেজ প্রধানরা বলছেন, করোনার প্রভাব কাটেনি। এর মধ্যে আছে বাল্যবিয়ে। অনেকেই কাজে যুক্ত হয়েছে। গত বছরের তুলনায় এবার এইচএসসিতে পরীক্ষার্থী কমেছে ২১ হাজার ৭২০ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৪৮১ জন ও ছাত্রী ১০ হাজার ২৩৯ জন। আর শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৯টি। তবে পরীক্ষার কেন্দ্র বেড়েছে একটি। শিক্ষাবোর্ড থেকে পাওয়া ২০২১ সালে অনুষ্ঠিত ও ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি পরীক্ষার এমন তথ্য পাওয়া গেছে। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ছাত্র ৭৯ হাজার ৫১৭ ও ছাত্রীর সংখ্যা ৭১ হাজার ২২৮ জন। আর ২০২২ সালে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ২৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬৮ হাজার ৩৬ জন এবং ছাত্রীর সংখ্যা ৬০ হাজার ৯৮৯ জন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষাবোর্ডের মধ্যে সবচেয়ে পরীক্ষার্থী কম জয়পুরহাটে। সবচেয়ে বেশি রাজশাহীতে। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, রেজিস্ট্রেশন কম ছিল। তাই গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর