শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কোন্দল স্থবিরতা আর নয়

সিলেট আওয়ামী লীগে নড়াচড়া

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

কোন্দল স্থবিরতা আর নয়

রাজপথের প্রধান বিরোধীপক্ষ বিএনপি রয়েছে সক্রিয় অবস্থানে। বিপরীতে আওয়ামী লীগে নিজেদের মধ্যে আছে রেষারেষি। ফলে সিলেটে আওয়ামী লীগের অবস্থান নিয়ে শঙ্কা আছে কেন্দ্রে। এ পরিস্থিতিতে দলীয় বিভেদ দূর করে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে কেন্দ্র থেকে সিলেট আওয়ামী লীগের দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাই, কোন্দল-স্থবিরতা আর নয়-এই উপলব্ধি থেকে নড়েচড়ে বসছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। ডাকা হয়েছে বর্ধিত সভাও। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, ‘৬ তারিখে মহানগর ও ৭ তারিখে জেলার বর্ধিত সভা রয়েছে। এর আগে আগামী মঙ্গলবার জেলার কার্যনির্বাহী কমিটির সভা করব আমরা।’ তিনি বলেন, ‘বর্ধিত সভায় সবার বক্তব্য শুনব আমরা। কারও যদি কোনো সাজেশন থাকে, তারা তা প্রদান করবেন।’ সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি সারা দেশে দলীয় অবস্থানের তথ্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে সংগ্রহ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তাতে বেশ কয়েকটি জেলায় দলের কোন্দল ও স্থবিরতার নানা তথ্য ওঠে এসেছে। এই তালিকায় আছে সিলেটও। ফলে গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা নিয়ে দুশ্চিন্তা আছে কেন্দ্রীয় আওয়ামী লীগে। এদিকে সিলেট আওয়ামী লীগের কোন্দল আর অভ্যন্তরীণ বিষয় থাকছে না, তা চলে আসছে প্রকাশ্যে। গত ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ডের সম্মেলন ছিল। সেখানে ভোট ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে ওয়ার্ড সেক্রেটারি করতে গিয়ে তোপের মুখে পড়েন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এক পর্যায়ে নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে সম্মেলনস্থলে ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত সেখান থেকে চলে যান জাকির। পরে নগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ওই ওয়ার্ডে কমিটি স্থগিত রাখার ঘোষণা দেন। গত ২২ অক্টোবর সিলেট নগর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সহসভাপতি সৈয়দ আতিকুর রব চৌধুরী জুয়েল সংবাদ সম্মেলন করেন। তিনি নগর আওয়ামী লীগের সম্পাদক জাকির হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন। ‘নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে’ জাকির ‘পকেট কমিটি’ গঠন করছেন বলে অভিযোগ করেন জুয়েল। ক্ষোভের অনল জ্বলছে জেলা আওয়ামী লীগেও। সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনতন্ত্র না মেনে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সদর উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সদর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন বলেন, ‘বিতর্কিত ব্যক্তিকে দিয়ে রাতের আঁধারে কমিটি ঘোষণা করা হয়েছে। যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, সেই হিরণ মিয়া বিএনপির রাজনীতি করতেন। তিনি যুক্তরাজ্যে বিএনপির পদবিধারী নেতা ছিলেন।’ ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান তারা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর