শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মাইক-ডেকোরেটর ভাড়া দেবেন না ব্যবসায়ীরা, বরাদ্দ পায়নি স্থানও

বিএনপির গণসমাবেশ ঘিরে ক্ষমতাসীনদের অপকৌশল : দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপির ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশে মাইক এবং ডেকোরেটরের মালামাল ভাড়া দেবেন না ব্যবসায়ীরা। অন্যদিকে সমাবেশের দিন ঘনিয়ে এলেও এখন পর্যন্ত আবেদনকৃত স্থানের অনুমতি পায়নি বিএনপি। ক্ষমতাসীনদের ইঙ্গিতে ব্যবসায়ীরা মাইক এবং ডেকোরেটরের মালামাল ভাড়া দিতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ করেছে বিএনপি। একই কারণে সমাবেশের স্থান নিয়েও প্রশাসন টালবাহানা করছে বলে দাবি করছেন তারা। এদিকে গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে বরিশাল মহানগর বিএনপি। সমাবেশে জনসমাগম বাড়াতে বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেছে শ্রমিক দল। ক্ষমতাসীনদের প্রতিবন্ধকতার কারণে বরিশালে আগামী ৫ নভেম্বর বিএনপির গণসমাবেশে মাইক ও ডেকোরেটরের মালামাল ভাড়া দিতে সাহস পাচ্ছেন না ব্যবসায়ীরা। নাম না প্রকাশের শর্তে সদর রোডের এক মাইক ব্যবসায়ী বলেন, মাইক ভাড়া দিলে তারা টাকা পাবেন। কিন্তু বিএনপির সমাবেশে মাইক ও সাউন্ডবক্স ভাড়া দেওয়া ঝুঁকিপূর্ণ। সমাবেশে গ-গোল হলে তার সম্পদের ক্ষতি হবে। এ ছাড়া স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক নেতারাও নাখোশ হতে পারেন। ভবিষ্যতে তাদের ব্যবসায় সমস্যা হতে পারে।

বিষয়টি লোকমুখে শুনেছেন উল্লেখ করে বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, এর আগে দলের স্থানীয় সব কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ীদের মাইক এবং ডেকোরেটরের মালামাল ভাড়া করে বিএনপি। হঠাৎ এমন কী ঘটল যে, তারা বিএনপির গণসমাবেশে মাইক ও ডেকোরেটরের মালামাল ভাড়া দেবে না? কোনো বাধাই বিএনপির গণসমাবেশ বানচাল করতে পারবে না। এদিকে দিনক্ষণ ঘনিয়ে এলেও এখন পর্যন্ত গণসমাবেশস্থলের অনুমতি পায়নি বিএনপি। প্রশাসন স্থান বরাদ্দে সময়ক্ষেপণ করে বিএনপির গণসমাবেশ বিঘিœত করার চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল বলেন, গণসমাবেশের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর