শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সাভারে বংশী নদীর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

সাভার প্রতিনিধি

সাভারে বংশী নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সাভার উপজেলা প্রশাসন। গতকাল সকাল থেকে এ অভিযানে সাভারের নামা বাজার ব্রিজের সামনে থেকে বাসপট্রি পর্যন্ত বংশী নদীর দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলে। অভিযানকালে সহস্রাধিক অবৈধ কাঁচা-পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পৃথকভাবে সাভার মডেল থানার পাশে অবস্থিত মার্কেট থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় ২ হাজার ৫ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। বংশী নদী ব্রিজের পাশে অবস্থিত একটি বহুতল ভবনের অংশ, অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি কাঁচা-পাকা মার্কেট, পাইকারি চালের বাজার, ডালের আড়ত, গুড়ের আড়ত, পৌরসভা মেয়রের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহজারুল ইসলামের নেতৃত্বে অভিযানে সার্ভেয়ার, স্টাফ অফিসারসহ অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন,বংশী নদীর পাশে সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে ২ কিলোমিটার এলাকা দখল করে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা তৈরি করেছে দখলদাররা। দখলকৃত এসব জমি উদ্ধারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হচ্ছে। যাতায়াত নির্বিঘ্ন করতে এবং নদী প্রশস্ত করার লক্ষ্যেই এ অভিযান চলছে। তবে অভিযান চলার এক পর্যায়ে বিভিন্ন কারখানাসহ অবৈধ অংশ উচ্ছেদ করার সময় বাধার সম্মুখীন হন এই কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর