শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

উপকূলীয় এলাকায় দুর্যোগসহনীয় ঘর তুলে দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

উপকূলীয় এলাকায় দুর্যোগসহনীয় ঘর তুলে দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

সিত্রাং মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতি থাকায় জানমালের ক্ষতি কম হয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, ভবিষ্যতে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে উপকূল এলাকায় দুর্যোগসহনীয় ঘর তুলে দেওয়া হবে। গতকাল ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি ও মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সুধি সমাবেশে তিনি এসব কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা চৌধুরী, চরফ্যাশন প্রেস ক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন ও সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর