শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মুক্তাগাছায় ফাঁসিতে ঝুলে ব্যবসায়ী ও রিকশাচালকের আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

মুক্তাগাছায় হারুন অর রশীদ (৫০) ও ফাহিম মিয়া (২০) নামে দুই ব্যক্তির ফাঁসিতে ঝুলে আত্মহত্যার খবর পাওয়া গেছে। তারা একজন ব্যবসায়ী ও অন্যজন রিকশাচালক ছিলেন। পৃথক স্থান থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পৌর শহরের আটানি বাজার ও নন্দীবাড়ী এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ী হারুন অর রশীদের আটানি বাজারের ভাড়া বাসা ও গতকাল বেলা ১১টায় নন্দীবাড়ী ফাহিম মিয়ার নানার বাসায় এ ঘটনা ঘটে। জানা যায়, হারুন অর রশীদ ধানের ব্যবসা করতেন। তিনি দীর্ঘদিন ধরে শহরের ছোট মসজিদ মোড়ের রফিজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। ব্যবসায়িক ও বিভিন্ন কারণে তিনি অনেকের কাছে টাকা পেতেন। পাওনা টাকা উদ্ধার করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে তার ছেলের কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। অন্যদিকে ফাহিম ভাড়ায় রিকশা চালাতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। বিভিন্ন সময় নেশার টাকা জোগাড় করতে না পেরে পাগলামি করতেন। সকালে ঘরের দরজা খোলা রেখেই ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর