রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দুই টার্গেটে রাজপথে আওয়ামী লীগ

জনসভাসহ মাসব্যাপী কর্মসূচি খুলনায়

সামছুজ্জামান শাহীন, খুলনা

দুই টার্গেটে রাজপথে আওয়ামী লীগ

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে বড় উপস্থিতির পর বসে থাকতে রাজি নয় আওয়ামী লীগ। নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখতে রাজপথের টানা কর্মসূচি দেওয়া হয়েছে। পাল্টা কর্মসূচি হিসেবে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ে সমন্বয় সভা, ওয়ার্ডভিত্তিক বর্ধিত সভা ও বিশাল জনসভা করা হবে। স্থানীয় শীর্ষ নেতারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একদিকে দল গোছানোর প্রস্তুতি হাতে নিয়েছে মহানগরী ও জেলা আওয়ামী লীগ, অন্যদিকে রাজপথ দখলে রাখতে মাসব্যাপী টানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।জানা যায়, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে মহানগরী আওয়ামী লীগের বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগরী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, তৃণমূলে দল সংগঠিত করতে ২ নভেম্বর সদর থানা আওয়ামী লীগের বর্ধিত সভা, ৪ নভেম্বর দৌলতপুর থানা আওয়ামী লীগের সমাবেশ, ৫ নভেম্বর সোনাডাঙ্গা থানায় বর্ধিত সভা, ১১ নভেম্বর খালিশপুরে ও ১২ নভেম্বর খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভা হবে। এসব সভায় মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগকে সমন্বয় করা হবে। এ ছাড়া রাজপথে সংগঠনের সক্ষমতা দেখাতে ১ ডিসেম্বর শহীদ হাদিস পার্কে জনসভার আয়োজন করা হবে। আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির গণসমাবেশে নেতাদের দেওয়া বক্তব্যকে ‘উসকানিমূলক’ ও ‘ধৃষ্টতা’ মনে করছেন তাঁরা। এ ছাড়া গণসমাবেশে যোগ দেওয়ার সময় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, আধুনিক রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। এ কারণে পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে নামতে মুখিয়ে আছেন নেতা-কর্মীরা। এদিকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতা-কর্মীদের সুসংগঠিত করার আহ্বান জানিয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, বিএনপি বর্তমানে যে অবস্থার সৃষ্টি করছে তাতে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কারণে আওয়ামী লীগকে সাংগঠনিক পর্যায়ে গতিশীল করাসহ কোনো দল যাতে সন্ত্রাস কর্মকাণ্ড করতে না পারে সেজন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বর্ধিত সভার মাধ্যমে ইউনিয়ন-উপজেলা পর্যায়ে দল সংগঠিত করা হচ্ছে।

এ ছাড়া সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

মহানগরী আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, সমাবেশে বিএনপি নেতাদের উসকানি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব রাজনৈতিকভাবে দেওয়া হবে। সেজন্য জনসভাসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, অতীতে রাজপথ আওয়ামী লীগের দখলে ছিল, বর্তমানে এই দল ক্ষমতায়। বিএনপি বিরোধী দল হিসেবে রাজপথে কিছু কর্মসূচি দিয়েছে। আমরাও নির্দিষ্ট কর্মসূচি নিয়ে মাঠে আছি ও তাতে লোকসমাগম করা হচ্ছে। ওয়ার্ড, থানা, মহানগরী পর্যায়ের কমিটি সক্রিয় রয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিও রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি দল চাঙা রাখতে রাজপথ দখলে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর