রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিন : আমু

ঝালকাঠি প্রতিনিধি

মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিন : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জঙ্গি দমন, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, করোনা মোকাবিলাসহ দেশে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। গতকাল ঝালকাঠি পুলিশ লাইন্সের সবুজ চত্বরে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেছেন- ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা।

বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। আলোচনা সভা ও র‌্যালিতে জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্র্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর