রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল, ব্যবস্থার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল প্রমাণ হয়েছে। ফলে এ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজেন্ট বোর্ড। গতকাল দুপুরে যবিপ্রবির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব কর্মকর্তার সনদ জাল ও অবৈধ বলে প্রমাণিত হয়েছে তারা হলেন সেকশন অফিসার মো. মহিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. সাকিব ইসলাম ও মোছা. হাসনা হেনা এবং টেকনিক্যাল অফিসার মো. হেলালুল ইসলাম ও মো. জাহিদ হাসান। এছাড়া তিন কর্মচারী হলেন মেকানিক মো. জাকির হোসেন, ক্লিনার দিলীপ হরিজন ও বাসুদেব দাস।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর