রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রাবিতে বর্ণাঢ্য আয়োজনে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাবি প্রতিনিধি

‘শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান’- এ স্লোগানকে ধারণ করে এ বছর বাংলাদেশ উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ। গতকাল বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের নিচে এ অনুষ্ঠানের উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও একই মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ইশরাত জাহান নিতুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুব্রত মজুমদার। এ সময় সেখানে উদীচীর সহসভাপতি এস এম জাহিদ হোসেন ও ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুনসহ ক্যাম্পাসের ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক আড্ডার আয়োজন করেছে উদীচী রাবি সংসদ। এ আড্ডায় মঞ্চায়িত হবে নাটক, গান ও কবিতা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর