রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভাষা কোর্সে যৌথভাবে ডিগ্রি দেবে ঢাবি ও চীনের ইউনান ইউনিভার্সিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ভাষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চীনের ইউনান ইউনিভার্সিটির মধ্যে যৌথ ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের ৪ বছর মেয়াদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের শিক্ষার্থীরা ৩ বছর ঢাবিতে এবং ১ বছর ইউনান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন। একইভাবে, ইউনান বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা প্রোগ্রামের শিক্ষার্থীরা ৩ বছর ইউনান বিশ্ববিদ্যালয়ে এবং ১ বছর ঢাবিতে পড়ার সুযোগ পাবেন। গতকাল ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের ভার্চুয়াল সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর