রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পয়লা জানুয়ারিতে নতুন বই দিতে পারব : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারা বিশ্ব সংকটের মুখে। তাড়াতাড়ি সুসংবাদও পাব না। তবু টিকে থাকতে হবে। কদিন আগে কাগজ বিক্রেতাদের সঙ্গে বসেছি। তারা কথা দিয়েছেন ১ জানুয়ারি বই দিতে পারব। কথার খেলাপ হলে সরকার ব্যবস্থা নেবে। গতকাল রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আরিফ হোসেন (ছোটন)। ‘প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি ও আমাদের ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহসভাপতি শ্যামল পাল। মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, সন্তানদের শিক্ষার সঙ্গে আপসের সুযোগ নেই। শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে নতুন বই তুলে দিতে আমরা বদ্ধপরিকর। কাগজের সংকট নিয়ে মিল মালিকদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তারা আমাকে কথা দিয়েছেন কাগজ সংকট হবে না।

মন্ত্রী বলেন, বইয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা শিক্ষা পরিবারের সদস্য। মুদ্রণ শিল্পের যা যা সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর