রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা বাংলাদেশ জাসদ ও গণতন্ত্র মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে একমত পোষণ করেছে বাংলাদেশ জাসদ ও গণতন্ত্র মঞ্চ। গতকাল রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ জাসদ কার্যালয়ে মতবিনিময় সভায় এ বিষয়ে একমত হয় দল দুটি।  সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপনসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাসদের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, করিম সিকদার, মনজুর আহমেদসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

সভা শেষে গণতন্ত্র মঞ্চের পক্ষে জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, জনজীবনের যে সংকট বিরাজমান সে বিষয়ে করণীয় ঠিক করতে আমরা বাংলাদেশ জাসদের সঙ্গে মতবিনিময় করেছি। সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে জনজীবনে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, এ সরকারের অধীনে ২০১৮ সালের মতো কোনো নির্বাচনে অংশ নেবে না তার দল। বরং দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করতে সক্রিয়ভাবে মাঠে থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর