শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

খুলনায় শক্ত অবস্থান চায় দুই দল

ধারাবাহিক কর্মসূচি আওয়ামী লীগের ♦ নাগরিক সমাজের সঙ্গে বিএনপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে শক্ত অবস্থানে থাকতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। খুলনায় ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশের পর ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। পাল্টা কর্মসূচি হিসেবে অঙ্গ সহযোগী সংগঠন নিয়ে সমন্বয় সভা ও ওয়ার্ডভিত্তিক বর্ধিত সভা করছে দলটি। গতকাল দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল সমাবেশ করা হয়। একই সঙ্গে আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী ঘিরে নড়েচড়ে বসেছে যুবলীগ। গতকাল খুলনায় যুবলীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ১০ জেলা ও মহানগরে দশ জন করে প্রতিনিধি এবং থানা-উপজেলা পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন। আগামী ১১ নভেম্বর ঢাকায় যুব মহাসমাবেশে যাওয়ার সিদ্ধান্ত হয়। অপরদিকে গতকাল খুলনায় নাগরিক সমাজের সঙ্গে ‘জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভা করে বিএনপি। এতে বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্যই বিএনপি চায় একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। মতবিনিময় সভায় বিএনপির মহানগর ও জেলা পর্যায়ে শীর্ষ নেতারাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি অংশ নেয়। বক্তারা চলমান আন্দোলন কর্মসূচি, আইনসভার বর্তমান পরিকাঠামো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অবাধ নিরপেক্ষ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিএনপির চলমান সাংগঠনিক তৎপরতায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। থানা পর্যায়ে বর্ধিত সভা-সমাবেশের আয়োজন করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, অতীতে রাজপথ আওয়ামী লীগের দখলে ছিল, বর্তমানেও এই দল ক্ষমতায় আছে।

সর্বশেষ খবর