শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জাদুঘরে শখের প্রদর্শনী

মোস্তফা মতিহার

শখের কোনো মাপকাঠি নেই। মানুষের জীবনে রয়েছে বিচিত্র শখ। মানুষের শখেরও রয়েছে নানা প্রকারভেদ। রুচি ও চাহিদা অনুসারে একেকজনের শখ একেক রকম। তবে নিছক শখের বিষয়ও কখনো কখনো সৃজনশীলতার আঙিনায় শিল্পের ছাপ রাখে। গভীর শখ থেকে ধীরে ধীরে অনেকে সংগ্রাহকও বনে যান, যদি তা সৃজনশীল ও শৈল্পিকতার মানদন্ডে বিবেচিত হয়। তেমনই তিন সংগ্রাহক ড. কামরুজ্জামান কায়সার, মো. রবিউল ইসলাম ও খন্দকার শাকিল হক নিজেদের শখের সংগ্রহ দিয়ে আয়োজন করেছেন ব্যতিক্রমী প্রদর্শনীর। গতকাল বিকালে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান ও গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা।

 ডাকটিকিট, উদ্বোধনী স্মারক খাম, স্যুভেনির শিট, প্রাচীন ও আধুনিক মুদ্রা, স্বর্ণ, রুপা, ব্রোঞ্জসহ বিভিন্ন ধাতব মুদ্রা স্থান পেয়েছে তিন দিনের প্রদর্শনীতে। এ ছাড়া বিশ্বের ২ শতাধিক দেশের দুর্লভ ব্যাংক নোট ও দেশলাই স্থান পেয়েছে এতে। উদ্বোধনকালে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সংগ্রাহকরা তাঁদের কালেকশন ও শখের মধ্য দিয়ে একটি অসম্ভব কাজ সম্ভব করেছেন।’ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘এ ধরনের সংগ্রহ নিতান্তই অনেক কষ্টসাধ্য কাজ।’ কামরুজ্জামান বলেন, ‘জাদুঘরের কাজই হলো ইতিহাস শিল্প ও সংস্কৃতি মানুষের সামনে তুলে ধরা।’ প্রদর্শনীর এক সংগ্রাহক বসুন্ধরা সিমেন্টের হেড অব অ্যাকাউন্টস (খুলনা) শিল্পসংগ্রাহক রবিউল ইসলাম বলেন, ‘আড়াই হাজার বছর আগের ধাতব মুদ্রা ও পৃথিবীর সবচেয়ে বড় ও ছোট ব্যাংক নোট আমার সংগ্রহে রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি। রবিবার শেষ হবে এ আয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর