বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কোটি টাকার কোকেন বাংলাদেশ হয়ে কাতার যাচ্ছিল

নিজস্ব প্রতিবেদক

কোটি টাকার কোকেন বাংলাদেশ হয়ে কাতার যাচ্ছিল

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে কোটি টাকা মূল্যের ২৫০ গ্রাম কোকেনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। ডিএনসি বলছে, জব্দ করা ওই কোকেন বাংলাদেশ হয়ে কাতারে পাচারের কথা ছিল। গ্রেফতারকৃতরা হলেন- মিন্টু কর্মকার, এজাহার মিয়া, নাজিম উদ্দীন ওরফে মুন্না, নাজিম উদ্দীন ও মোহাম্মদ মামুন। সোমবার রাতে খিলক্ষেত বাজারে ব্যাপারীপাড়া রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার (চট্ট-মেট্রো-গ ১৩-৭৭৩৩) ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়।

গতকাল পুরান ঢাকার গেন্ডারিয়ায় ডিএনসি ঢাকা বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল বলেন, সম্প্রতি অভিজাত এলাকায় ব্যবহার হওয়া বিভিন্ন মাদকদ্রব্যের উৎস অনুসন্ধানে নেমে এলএসডি-আইসসহ বিপুল পরিমাণ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় কোকেন পাচারকারী চক্রের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ করা হয়। এর ভিত্তিতে কোকেনসহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। কক্সবাজারে গাড়িচালক হিসেবে কর্মরত পলাতক মোহাম্মদ জাহাঙ্গীর আলম গভীর সমুদ্রে চলাচলকারী ট্রলার থেকে এই কোকেন সংগ্রহ করেন। পরে তা কাতারে পাচারের চেষ্টা করছিলেন। জাহাঙ্গীর তার বন্ধু-বান্ধব এবং পরিচিতদের নিয়ে একটি মাদক চক্র গড়ে তোলেন। এর আগে, চক্রটি ইয়াবা চোরাচালানে যুক্ত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর