বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়ল আরও চার দিন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরও চারদিন বাড়ানো হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আলীকদম উপজেলা এর বাইরে রাখা হয়েছে। গতকাল বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের অনুরোধে চতুর্থ দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো। 

জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার কারণে গত ১৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর প্রথম দফা পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে দ্বিতীয় দফায় জেলার থানচি ও আলীকদম উপজেলাও এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর