বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে না : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারের বাণী আজ আর নিভৃতে কাঁদে না। বিচারাঙ্গনে আজ সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহবুবে আলম অ্যান্ড অ্যাসোসিয়েটস এই স্মরণসভার আয়োজন করে। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মাহবুবে আলমের সহধর্মিণী বিনতা মাহবুব, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, ব্যরিস্টার এম. আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির,  সমিতির সম্পাদক আবদুন নুর দুলাল, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার প্রমুখ।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের ইতিহাসে এবং আইনজীবীদের একজন হয়ে মাহবুবে আলম আমাদের মধ্যে বেঁচে থাকবেন চিরকাল। মাহবুবে আলমের নিষ্ঠা ও কর্মপ্রয়াসে বিচারাঙ্গন সমৃদ্ধ হয়েছে। বহু আলোচিত মামলায় ন্যায়সঙ্গত বিচার নিশ্চিতে তাঁর অসামান্য অবদান কখনো মুছে যাবে না।

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমার সময়ে কোর্ট উত্তাল ছিল। সব গুরুত্বপূর্ণ মামলা আমার সময়ে হয়েছে। তখন কোর্টে যে কি একটা অবস্থা ছিল! সেই সময় মাহবুবে আলম ছিলেন অ্যাটর্নি জেনারেল। সেই সময়ে আমরা কাজ করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর