শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মেজর গণি স্মরণে আজ রাওয়া ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

মেজর গণি স্মরণে আজ রাওয়া ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

আজ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রাদেশিক আইন পরিষদের সদস্য মেজর (অব.) আবদুল গণির ৬৬তম মৃত্যু দিবস। ৬৫তম মৃত্যুবার্ষিকী। ইতিহাসের এক ক্রান্তিলগ্নে তিনি জাতির অন্যতম ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠন করে তিনি যে সাহস দেখিয়েছিলেন তা বাঙালি জাতির জন্য এক আলোকস্তম্ভ স্বরূপ। দিবসটি রাওয়া, মেজর গণি পরিষদ ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিকাল ৩টায় রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল হবে। মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেবেন মেজর গণির বড় ছেলে কর্নেল তাজুল গণি’, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, মেজর গণি পরিষদ সভাপতি মো. হুমায়ুন কবীর, আবুল কাশেম হৃদয় প্রমুখ।

কর্নেল মোহাম্মদ আবদুল হক পিএসসি (অব.) এবং পরিষদের মহাসচিব মো. আনোয়ারুল ইসলাম ভূঁঞা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর