শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শিল্প মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার পেলেন আট ব্যক্তি ও তিন সংস্থা

নিজস্ব প্রতিবেদক

২০২১-২২ অর্থবছরের জন্য শিল্প মন্ত্রণালয়ের এপিএ ও শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন আট কর্মকর্তা-কর্মচারী ও  তিন সংস্থা। গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পুরস্কারপ্রাপ্ত সংস্থা ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

শিল্প মন্ত্রণালয়ের দফতর/সংস্থাসমূহের মধ্যে এপিএ (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) বাস্তবায়নে প্রথম হয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ)।

এ ছাড়া শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. সাইফুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা অমল চন্দ্র বিশ্বাস, ফয়েজ আহম্মেদ ও ব্যক্তিগত কর্মকর্তা খায়রুল ইসলাম, মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. মশিউর রহমান, মোছা. রাশিদা বেগম এবং মো. দেলোয়ার হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর