শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

খুলনায় ৭০ একর জমি চায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়

► প্রতিটি ভবন হবে ছয় তলা ► ক্যাম্পাসে থাকবে দৃষ্টিনন্দন জলাধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার লবণচরায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো নির্মাণ ও দৃষ্টিনন্দন ক্যাম্পাসের জন্য ৭০ একর জমি বরাদ্দ চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবিত ওই স্থানের মাটির গুণগতমানের রিপোর্ট যাচাই করে সর্বোচ্চ ছয় তলা উচ্চতার ভবন ও ক্যাম্পাসে ময়ূর নদের একাংশকে সংরক্ষণের মাধ্যমে দৃষ্টিনন্দন জলাধার সৃষ্টি করার জন্য এই জমি প্রয়োজন বলে দাবি করা হয়েছে।

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার প্রকল্প পরিচালক ও বিএমএ খুলনা সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, খুলনার ওই স্থানে ছয় তলার অধিক উচ্চতর ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ হবে বলে ‘সয়েল টেস্টিং রিপোর্ট’ পাওয়া  গেছে। নিরাপত্তার জন্য সর্বোচ্চ ছয় তলা করে প্রতিটি ভবন নির্মাণ করা হবে। তিনি বলেন, গত ১০ নভেম্বর খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জায়গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কমপক্ষে ৭০ একর জমি বরাদ্দ ও অবকাঠামো নির্মাণে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়। জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করে দ্রুত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হবে জানিয়ে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, দক্ষিণাঞ্চলের অসংখ্য মানুষ  চিকিৎসার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী দেশ ভারতে যায়। এ অবস্থার নিরসনে এখানে বিশ্বমানের চিকিৎসা সেবা গড়ে তোলা হবে। সেই সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে মেডিকেল শিক্ষায় গবেষণা ও উচ্চশিক্ষা মানোন্নয়নের ক্ষেত্র তৈরি হবে। জানা যায়, ২০১৯ সালে জেলা প্রশাসক সম্মেলনে খুলনার তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধানমন্ত্রীর স্মৃতি লালিত খুলনায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ স্থাপনের প্রস্তাব দেন। এর ধারাবাহিকতায় মন্ত্রিসভার বৈঠকে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা আইন ২০২০’ এর নীতিগত অনুমোদন হয়। যাচাই বাছাই শেষে ২০২১ সালে সংসদে তা বিল আকারে পাস হয়।

সর্বশেষ খবর