শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

হাসানুল হক ইনুর ৭৫তম জন্মদিন আজ

হাসানুল হক ইনুর ৭৫তম জন্মদিন আজ

সাবেক তথ্যমন্ত্রী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর ৭৫তম জন্মদিন আজ। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই রাজনীতিক ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি লুটের নেতৃত্ব দেন। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ইনু ১৯৭০ সালের ৭ জুন ‘স্বাধীকার দিবস’ পালনকালে জয় বাংলা বাহিনীর সামরিক কুচকাওয়াজে নেতৃত্ব দিয়ে পল্টন ময়দানে বঙ্গবন্ধুকে অভিবাদন জানান। ১৯৭২ সালে বঙ্গবন্ধু তাকে জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। ওই বছরই অক্টোবরে জাসদে যোগ দেন ইনু। পরে দল নিষিদ্ধ হলে তিনি ‘বিপ্লবী গণবাহিনী’র উপপ্রধানের দায়িত্ব পান। কর্নেল আবু তাহের বীর উত্তমের সহযোগী হিসেবে তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান সংগঠিত করেন। অভ্যুত্থান ব্যর্থ হলে ২৩ নভেম্বর তিনি গ্রেফতার হয়ে কারাভোগ করেন।  বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর