শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয়

-খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে আদর্শ রাষ্ট্র সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয়। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, ইসলামী শিক্ষার অভাবেই দেশে অপরাধপ্রবণতা দিন দিন বেড়ে চলছে। সব ধরনের অপরাধ নির্মূলে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কোরআন ও সুন্নাহর সহিহ দীক্ষা পেলে মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। দেশে খুন, সন্ত্রাস, ধর্ষণ, দুর্নীতিসহ সব অপকর্ম বন্ধ হবে। ইতিহাস সাক্ষী আল্লাহ প্রদত্ত কোরআনি শিক্ষাব্যবস্থা যা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে দিয়ে পাঠানো হয়েছিল, তা প্রয়োগে তিনি আইয়ামে জাহিলিয়াতের বর্বর জাতিকে সোনালি জাতিতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন, আদর্শ সমাজ গঠনে প্রাথমিক স্তর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন। কারণ, ইসলামী শিক্ষাব্যবস্থা ছাড়া আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। তাই মুসলিম প্রধান দেশ হিসেবে দেশ ও জাতির স্বার্থে সরকারকেই ইসলামী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে কাজ করতে হবে।

সর্বশেষ খবর