শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয়ের দ্বিগুণের বেশি টোল আদায়

শিমুল মাহমুদ

বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয়ের দ্বিগুণের বেশি টোল আদায়

যমুনা নদীর ওপর ১৯৯৮ সালে নির্মিত বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয়ের দ্বিগুণের বেশি টাকা টোল আদায় হয়েছে। গত ৯ নভেম্বর পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের কাছ থেকে টোল আদায় করা হয়েছে ৭ হাজার ৪৪৩ কোটি ৪৮ লাখ টাকা। সেতুটির নির্মাণ ব্যয় হয়েছিল ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। গত ৩১ অক্টোবর পর্যন্ত মোট টোল আদায় হয় ৭ হাজার ৪২১ কোটি ৯ লাখ টাকা। নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত নয় দিনে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৪৫০ টাকা। বর্তমানে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে দিনে প্রায় ২ কোটি টাকার টোল আদায় হয়। ছুটির দিনে কিংবা উৎসবের আগে যানবাহন পারাপার বেশি হয় এবং টোল আদায়ের পরিমাণ ৩ কোটি ছাড়িয়ে যায়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সূত্র জানায়, বছরের দুটি ঈদ এবং অন্যান্য ছুটির দিনগুলোতে এই সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা বেড়ে যায়। তখন স্বাভাবিকভাবেই টোল আদায়ের পরিমাণও বাড়ে। চলতি বছর ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় ৩ মে। তার কয়েক দিন আগে থেকেই বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যান চলাচলের চাপ বাড়ে। তখন কয়েক দিন গড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায় হয়। এরপর ঈদুল আজহা অনুষ্ঠিত হয় ১০ জুলাই। তার তিন-চার দিন আগে থেকেই বঙ্গবন্ধু সেতুর ওপর যানবাহনের চাপ বাড়তে থাকে। তখন ৭ জুলাই সর্বোচ্চ ৪৩ হাজার ৫৯৫টি গাড়ি পার হয় বঙ্গবন্ধু সেতু দিয়ে। এ দিন টোল আদায় হয় সর্বোচ্চ ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার টাকা। এর পরদিন ৮ জুলাই ৪১ হাজার ৮১৭টি গাড়ি পার হয় বঙ্গবন্ধু সেতু দিয়ে। সে দিন টোল আদায় হয় ৩ কোটি ৯ লাখ ৬ হাজার টাকা। সূত্র জানায়, টোল বাবদ আদায় করা অর্থ হতে সেতুর রক্ষণাবেক্ষণ এবং কর্তৃপক্ষের অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহের পর এ সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের ঋণ পরিশোধ করা হয়ে থাকে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায়, সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ আদায়কৃত টোলের মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ পরিশোধ সম্পন্ন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর