সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে বেড়েছে ধান-গম উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বেড়েছে ধান-গম উৎপাদন

শষ্যভান্ডার খ্যাত রাজশাহী বিভাগের চার জেলায় চাহিদার দ্বিগুণ বেড়েছে ধান ও গমের উৎপাদন। আধুনিক প্রযুক্তি, সেচ সুবিধা ও উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ উদ্ভাবনে কৃষিতে বাম্পার ফলন হচ্ছে। এর সুফলে হাসি ফুটেছে কৃষকের মুখে। শুধু কৃষকের মুখেই হাসি নয়, এ অঞ্চলের ধান ও গমের বাম্পার উৎপাদন সমৃদ্ধ করেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাকে। কৃষকের কষ্টে ফলানো এসব ফসল এ অঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্যান্য জেলায়। কৃষি বিভাগ বলছে, রাজশাহী কৃষি অঞ্চলে গত অর্থবছরে চাহিদার দ্বিগুণ ধান ও গম উৎপাদন হয়েছে। সময়মতো প্রণোদনার সার-বীজ পাওয়া ও কম সময়ে উচ্চ ফলনশীল জাতের ফসল আবাদের কারণে চাহিদার দ্বিগুণ ধান-গম উৎপাদন করতে সক্ষম হয়েছেন কৃষকরা। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, উত্তরাঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ নিয়ে রাজশাহী কৃষি অঞ্চল। এই অঞ্চলে ধান ও গমের চাহিদা ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ মেট্রিক টন। এ চাহিদার বিপরীতে চাষিরা ধান উৎপাদন করেছেন ২৯ লাখ ২১ হাজার ৬৮৭ মেট্রিক টন। গম উৎপাদন হয়েছে ৩ লাখ ২০ হাজার ৮৪০ মেট্রিক টন। অর্থাৎ রাজশাহী কৃষি অঞ্চলে ১৬ লাখ ৪৫ হাজার ২০৭ মেট্রিক টন ধান ও গম উদ্বৃত্ত থাকছে। খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী জেলায় গত বছর উৎপাদন হয়েছিল আউশ ধান ১ লাখ ৩৯ হাজার ৪২৩ মেট্রিক টন, আমন ২ লাখ ৭৮ হাজার ৭৬৯ মেট্রিক টন, বোরো ২ লাখ ৭১ হাজার ১৭১ মেট্রিক টন, গম ৯৪ হাজার ২১৩ মেট্রিক টন।

সর্বশেষ খবর