শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ডেঙ্গু-করোনায় চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু-করোনায় চারজনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে গতকাল পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৩০ জনের মৃত্যু হলো। আর চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ২১৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৭ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৪৬৪ জন ও ঢাকার বাইরে ৩০৩ জন। বর্তমানে সারা দেশে ২ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫২৮ জনই ঢাকার ৫৩টি হাসপাতালে ভর্তি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৭৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৮১৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১.০৫ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৩৬ হাজার ২৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮৪ হাজার ১২৪ জন।

গত এক দিনে মৃত ব্যক্তিটি ছিলেন রাজবাড়ীর বাসিন্দা। বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর