বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংসদীয় কমিটির সভা

বন্দর থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিক পণ্য দ্রুত সরানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ রাসায়নিক পণ্য, দ্রুত বন্দর থেকে অপসারণ নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি, দেশের সব নদী বন্দরগুলোর জন্য একটি অভিন্ন আইন প্রণয়ন করার সুপারিশ করে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৫০তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মাহফুজুর রহমান, এম আবদুুল লতিফ, আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।  বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মোংলা বন্দর কর্তৃপক্ষ- এর  চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর