শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ঠাটারীবাজারের ওপর ডিএসসিসির ইজারা বিজ্ঞপ্তিতে স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার ঠাটারীবাজারে সবজি ও মাছ দোকানের ওপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন করে ইজারা বিজ্ঞপ্তিতে স্থিতাবস্থা জারি করেছেন হাই কোর্ট। একই সঙ্গে নতুন করে জারি করা এই বিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গতকাল এ-সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চূড়ান্ত বরাদ্দ থাকা অবস্থায় নতুন করে ঠাটারীবাজারে মাছ ও সবজি দোকান নিয়ে ডিএসসিসির বিজ্ঞপ্তি জারির বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়। কাপ্তানবাজার ও ঠাটারীবাজার মৎস্য, কাঁচামাল সবজি বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডের ১৯৯ দোকানদার গত ৬ নভেম্বর এ রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস আর এম লুৎফর রহমান আকন্দ, ডিএসসিসির পক্ষে ছিলেন মিজবাহুর রহমান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি নওরোজ মো. রাসেল চৌধুরী।

পরে আইনজীবী লুৎফর রহমান আকন্দ বলেন, কাপ্তানবাজারের ঠাটারীবাজারের মাছ ও সবজি বিক্রেতা ১৯৯ জন ব্যক্তি সিটি করপোরেশনের একটি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত আজ সিটি করপোরেশনের বিজ্ঞপ্তির ওপর স্থিতাবস্থা জারি করেছেন। একই সঙ্গে রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল শুনানি পর্যন্ত সিটি করপোরেশনের জারি করা বিজ্ঞপ্তির ওপর স্থিতাবস্থা দিয়েছেন। এ সময় পর্যন্ত ১৯৯ দোকানদারের ওপর কোনো হয়রানি করা যাবে না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর