শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সিটি নির্বাচন ঘিরে সরব রংপুর

কতটি কেন্দ্রে ভোট এখনো চূড়ান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা সম্ভাব্য প্রার্থীদের পদচারণে সরগরম হয়ে উঠেছে নির্বাচন অফিস। আওয়ামী লীগ এখন পর্যন্ত মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত না করলেও শ্রমিক লীগের এক নেতা গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে ফরম সংগ্রহ করায় তিনি আলোচনায় এসেছেন। এদিকে নগরীতে বিভিন্ন জনের মুখে আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাপা প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা শেষ পর্যন্ত লাঙ্গল প্রতীক নাও পেতে পারেন। অপরদিকে নির্বাচনী কাজের তদারকিতে ১৬ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট এখনো নিয়োগ দেওয়া হয়নি। কতটি কেন্দ্রে ভোট হবে তাও এখনো চূড়ান্ত হয়নি। গতকাল দুপুরে রংপুর নির্বাচন কার্যালয়ে গিয়ে দেখা গেছে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের সংখ্যাই বেশি। এই দিন মেয়র পদে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে মনোনয়ন ফরম সংগ্রহ করায় অনেকে বিষয়টি বাঁকা চোখে দেখছেন। স্থানীয়রা বলাবলি করছেন প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে মনোনয়ন ফরম সংগ্রহ করা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, ২৭ নভেম্বর গণভবনে আওয়ামী লীগের  নির্বাচনী বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে রসিক নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। জাপার একটি অংশ নীরব ভূমিকা পালন করছে। তারা পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি। রসিক নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর মোস্তফা ফুরফুরে মেজাজে গণসংযোগও করে যাচ্ছেন। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজি আবদুর রাজ্জাক বলেন, দলের কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। মোস্তফার মনোনয়নের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন অফিসে দেওয়া হয়েছে।

নির্বাচন কর্মকর্তা শুধাংশু কুমার সাহা বলেন, কতটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে তা এখনো ঠিক হয়নি। প্রতিটি কেন্দ্র নির্বাচন কর্মকর্তারা পরিদর্শন করছেন। ১৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হলেও এখন পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়নি।

ঘোষিত তফসিল অনুযায়ী রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ পরের দিন ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন। ভোট গ্রহণ ২৭ ডিসেম্বর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর