শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সাভারে এসি ল্যান্ডকে ছুরিকাঘাত ছয়জন গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে পটুয়াখালীর এসি ল্যান্ড আবু বক্কর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় বুধবার রাতে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- রাসেল ফকির (২০), নাঈম হোসেন (২০), কামরুল হাসান (২২), সজীব আহমেদ (২০), আরমান (২১) ও গোলাম মোস্তফা (২৫)। তারা সবাই অস্থায়ীভাবে সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করে। গ্রেফতারদের মধ্যে পাঁচজন সরাসরি ছিনতাইয়ে জড়িত এবং একজন ছিনতাইকৃত মোবাইলের ত্রেুতা। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃতদের ছুরি। গ্রেফতাররা মাদকসেবী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গতকাল দুপুরে সাভার মডেল থানার সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য জানান। জানা যায়, গত ২২ অক্টোবর এক প্রশিক্ষণে সাভার আসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। ১৪ নভেম্বর রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাস থেকে নামার পরপরই ছিনতাইয়ের কবলে পড়েন তিনি।

ছুরিকাঘাতে আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় টেরা রাসেল নামে একজনকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর