মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

তিন দিন আগে থেকেই আসবেন নেতা-কর্মীরা

রাজশাহী বিএনপির গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তিন দিন আগে থেকেই আসবেন নেতা-কর্মীরা

রাজশাহীর গণসমাবেশ সফল করতে তিন দিন আগে থেকেই জমায়েতের পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। সমাবেশস্থল মাদ্রাসা মাঠ ও তার আশেপাশের এলাকায় যাতে কর্মীরা অবস্থান নিতে পারেন, সেজন্য থাকছে রান্না ও খাওয়ার ব্যবস্থা। রাত্রিযাপনের জন্য টানানো হবে তাঁবু। ইতোমধ্যে জেলা ইউনিটগুলোতে এমন নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ সফল করতে চলছে দফায় দফায় বৈঠক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এখনই বিভাগের সবগুলো জেলাতে পুলিশ অভিযান শুরু করেছে। বাড়ি বাড়ি গিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার ও ভয়ভীতি দেখাচ্ছে। সমাবেশের আগের তিন দিন পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে-এটা নিশ্চিত। এ কারণে কর্মীরা আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করবেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত জানান, জেলার কর্মীরা নিজেরা চাল ও রান্নার উপকরণ সংগ্রহ করছেন। সেগুলো এনেই রান্না করা হবে। কারণ সমাবেশের আগের কয়েকদিন আইন-শৃঙ্খলাবাহিনীর কর্মকা  কর্মীদের এলাকায় থাকার সুযোগ দেবে না। ফলে অন্য বিভাগের সমাবেশগুলোর অভিজ্ঞতা থেকে এখানেই সেই কাজটি করতে হচ্ছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সমাবেশ বানচাল করতে সরকার নানা কৌশল নিয়ে মাঠে নেমেছে। কিন্তু তাদের সেই কৌশল সফল হবে না। সাধারণ কর্মী সমর্থকরা সমাবেশের তিন দিন আগে থেকে আসলেও নেতারা আরও আগে থেকেই রাজশাহীতে অবস্থান নেবেন। ঢাকার সমাবেশের আগে বিএনপির এই সমাবেশ চ্যালেঞ্জের জানিয়ে দুলু বলেন, ‘এ অঞ্চলের অতীত রেকর্ড বলে, এটি বিএনপির ঘাঁটি। আমরা ৩ ডিসেম্বর সেটি আরও প্রমাণ করে দিব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর