মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সচিব সভা রবিবার

তিন বিষয়ে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, খাদ্য ও জ্বালানি সংকট সমাধানের উপায় খুঁজতে সব সচিবকে নিয়ে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ‘সচিব সভা’ অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের ২ জুলাইর পর এই প্রথমবারের মতো সশরীরে সচিব সভায় আসছেন সরকারপ্রধান। সভায় কমবেশি ১০টি বিষয় আলোচ্যসূচিতে থাকলেও অর্থনৈতিক, খাদ্য ও জ্বালানি সংকটই বেশি গুরুত্ব পাবে। এই তিন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলছে, সবশেষ সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১৮ আগস্ট। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল সভায় অংশ নেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সব সচিব উপস্থিত ছিলেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সাড়ে ৫ বছর পর সশরীরে সচিব সভায় হাজির হচ্ছেন। প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে খাদ্য নিরাপত্তা, জ্বালানি, দুর্যোগ, স্বাস্থ্য পরিস্থিতিসহ জনসম্পৃক্ত বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পায়। তবে নির্বাচনের আগের বছরগুলোতে জাতীয় নির্বাচনসংক্রান্ত ইস্যু নিয়েও আলোচনা হয়। এবারের সভায়ও তেমনটিই হতে পারে। এ ছাড়া দেশের অবস্থার সঙ্গে প্রশাসনিক অনেক বিষয়ও আলোচনায় আসে। সচিবরা নিজেদের কিছু দাবি-দাওয়াও এই সুযোগে সরকারপ্রধানের কাছে করে থাকেন। দীর্ঘদিন পর এই সভায় প্রধানমন্ত্রী উপস্থিত হবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগও বিশেষ প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে সাবেক একজন মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে সব সচিবকে নিয়ে সরকারপ্রধানের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে চলমান সংকট নিয়ে আলোচনা হবে।

 আবার আলোচ্যসূচির বাইরেও আলোচনা হবে। এ বৈঠক থেকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর